ভর্তির ন্যূনতম যোগ্যতাঃ
এস.এস.সি অথবা সমমানের পরীক্ষায়
- বিজ্ঞান বিভাগে জিপিএ ৩.৮০
- মানবিক বিভাগে জিপিএ ২.৫০
- ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ ২.৫০ এর উপরে প্রাপ্ত ছাত্র-ছাত্রীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে।


ভর্তির প্রয়োজনীয় কাগজপত্র (চূড়ান্তভাবে মনোনীত হলে)
১। একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা নম্বর পত্রের মূল কপি। ২। এস.এস.সি পাশের প্রশংসাপত্রের মূল কপি। ৩। এস.এস.সি পরীক্ষার মূল প্রশংসাপত্র ও একাডেমিক ট্রান্সক্রিপ্টের ফটোকপি (৩টি করে) । ৪। ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। ৫। স্থানীয় অভিভাবকের (ভর্তি ফরমের কলামে যার নাম লেখা হয়েছে) ১কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি।
ভর্তি প্রক্রিয়া:
অধ্যক্ষের অনুমতি সাপেক্ষে ভর্তির জন্য প্রয়োজনীয় বেতনাদি ও ফি নির্ধারিত তারিখের মধ্যে কলেজের অফিসে জমা দিতে হবে।
১। একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা নম্বর পত্রের মূল কপি। ২। এস.এস.সি পাশের প্রশংসাপত্রের মূল কপি। ৩। এস.এস.সি পরীক্ষার মূল প্রশংসাপত্র ও একাডেমিক ট্রান্সক্রিপ্টের ফটোকপি (৩টি করে) । ৪। ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। ৫। স্থানীয় অভিভাবকের (ভর্তি ফরমের কলামে যার নাম লেখা হয়েছে) ১কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি।
ভর্তি প্রক্রিয়া:
অধ্যক্ষের অনুমতি সাপেক্ষে ভর্তির জন্য প্রয়োজনীয় বেতনাদি ও ফি নির্ধারিত তারিখের মধ্যে কলেজের অফিসে জমা দিতে হবে।




