কলেজ হোস্টেল

জালালাবাদ কলেজ, সিলেট একটি ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান। ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার জন্য উত্তম পরিবেশে আবাসনের নিশ্চয়তা প্রদানে রয়েছে অত্যন্ত কোলাহলমুক্ত পৃথক আবাসন ব্যবস্থা।


ছাত্র/ছাত্রী হোস্টেলের বৈশিষ্ট্য:

  • শিক্ষকদের সার্বক্ষণিক মনিটরিং (পর্যবেক্ষণ)।
  • রাজনীতি ও ধূমপানমুক্ত পরিবেশ।
  • স্বাস্থ্যকর উপাদেয় খাবার পরিবেশন।
  • হোস্টেল সুপারের সার্বিক তত্ত্বাবধান।
  • সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত।
  • উন্নত ও রুচিশীল আসবাবপত্র সমৃদ্ধ।

হোস্টেল ফি সমূহ:

ছাত্র

ছাত্রী

ভর্তি ফরম২০০/-২০০/-
আবাসিক ভর্তি ফি (সংস্থাপনসহ)৬,০০০/-৬,০০০/-
মাসিক ছাত্রাবাস/ছাত্রীনিবাস ফি (খাদ্য ও অন্যান্য)৭,০০০/-৭,০০০/-
জামানত (ফেরতযোগ্য)৬,০০০/-৬,০০০/-
59
ক্লাস চলাকালীন ও ক্লাস ছুটির পর:
ক্লাস চলাকালীন কোনো ছাত্র-ছাত্রী বারান্দায় বা লাইব্রেরিতে থাকতে পারবে না। ক্লাস চলাকালে এবং ছুটির আগে কোন ছাত্র-ছাত্রী কলেজের বাইরে যেতে পারবে না। ছুটির পরে সুশৃঙ্খলভাবে ছাত্র-ছাত্রীদেরকে পৃথকভাবে কলেজ ত্যাগ করতে হবে।
Hostel Leaflet-01