স্মারক নং-কনো/২০২২/১২০
তারিখ: ২১/১২/২০২২ইং
বিজ্ঞপ্তি
এতদ্বারা অত্র কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মহান বিজয় দিবস 2022 উৎযাপন উপলক্ষ্যে কলেজ কর্তৃক আয়োজিত বিভিন্ন কর্মসূচি অংশ হিসাবে শিক্ষার্থীদের মধ্যে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত প্রতিযোগিতায় “জাতীয় জীবনে মহান বিজয় দিবসের তাৎপর্য” শিরোনামে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহন কৃত শিক্ষার্থীদের মধ্য থেকে বিজয়ীদের তালিকা নিম্নে উল্লেখ করা হলো।
| ক্র.নং. | নাম | রোল | বিভাগ | ফলাফল |
| ০১ | আমিনা বেগম জারমিনা | ২১১১০২ | ব্যবসায় শিক্ষা | ১ম |
| ০২ | ফাহমিদা জান্নাত ছামিয়া | ২১৩০৩ | বিজ্ঞান | ২য় |
| ০৩ | জান্নাতুল ফেরদৌস লুবনা | ২১৭১২ | মানবিক | ৩য় |


